প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি একজনকে কাজীর কাছে গিয়ে বিয়ে করি। আমরা কিছুদিন প্রেমের সম্পর্কে ছিলাম। পরে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই। উদ্দেশ্য ছিলো গুনাহ থেকে বেচে থাকা। বিবাহ ছাড়া দেখা-সাক্ষাৎ যেহেতু হারাম, আর পারিবারিক ভাবে আমাদের বেয়েতে কিছুটা বিলম্ব হচ্ছিলো তাই আমরা এই সিদ্ধান্ত নেই। এখন পারিবারিক ভাবে আমাদের বিয়ে ঠিক করেছে। তাই এক্ষেত্রে একই ব্যাক্তিকে দ্বিতীয়বার বিয়ের ব্যাপারে শরিয়তের মাসালা জানতে চাচ্ছি। আর আগে যেহেতু আমাদের কাবিন ধার্য্য করা হয়েছিলো তাই কোন কাবিনটা গ্রহণযোগ্য হবে সেটাও জানাবেন দয়া করে।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে জানতে পারবেন-

http://muftihusain.com/ask-me-details/?poId=3181

আর রইল কাবিনের প্রসঙ্গ, যদি প্রথম বিবাহ সহীহ হয়ে থাকে তবে সেই কাবিন ও মোহরই ধর্তব্য হবে। প্রথম বিবাহ সহীহ হয়েছে কিনা এটা জানার জন্য আপনাদের উভয়ের পারিবারিক স্ট্যাটাস জানাতে হবে। অর্থাৎ আপনাদের উভয় পরিবারের (অর্থাৎ আপনার ও উক্ত মেয়ের পিতামাতার) অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পেশাগত অবস্থা, সন্মানগত অবস্থা ইত্যাদি। পাশাপাশি আপনার নিজের অর্থনৈতিক অবস্থাও জানাবেন। এগুলো জানার পরে আপনার প্রথম বিবাহের অবস্থা সম্পর্কে বলা যাবে।

Loading