প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আশা করি ভালো আছেন। হযরত আমি গতকাল তাবলীগের একটি মেহনতে বসেছিলাম। সেখানে একজন বলল, আমরা নাকি রূহ থাকা অবস্থায় আল্লাহ তাআলা যখন আমাদের জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা প্রথমেই স্বীকার করি নাই বরং প্রথমে বলেছি আপনিও যেমন আমরাও তেমন। এর পর আল্লাহ তা’য়ালা আমাদের থেকে বেশ কিছু নেয়ামত উঠিয়ে নেন। এরপর জিজ্ঞাসা করলে তখন ও স্বীকার করিনাই আবার কিছু নেয়ামত উঠিয়ে নেন। যখন আমাদের সব নেয়ামত আস্তে আস্তে উঠিয়ে নেন তখন আমরা বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে স্বীকার করি যে হ্যাঁ, আপনিই আমাদের রব। তখন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তবে আমি এই কথার প্রমাণের জন্য একটি জায়গায় (পৃথিবীতে) পাঠাব ইত্যাদি ইত্যাদি। ০১। হযরত বিষয়টি আমার কাছে খটকা লেগেছে। কারণ আমরা জানি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার সাথে সাথে আমরা সবাই বলেছি “কলু বালা”। ০২। হযরত যদি এই বিষয়ে আসলেই কোন হাদীস থাকে তবে অনুগ্রহ করে জানাবেন। হযরত আপনার দোয়ায় আমার স্ত্রীকে মাদ্রাসায় ছেলেকে সহ ভর্তি করিয়ে দিয়েছে। দুআ করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের খেদমতের জন্য কবূল করেন। আমীন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। উক্ত লোকের বক্তব্য ভিত্তিহীন। বরং আমরা প্রথমেই স্বীকার করে নিয়েছিলাম।–সূরা আরাফ, আয়াত ১৭২
দুআ করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের খেদমতের জন্য কবূল করেন।

Loading