প্রশ্ন : এক ব্যক্তি ২০ বছর ধরে নামায পড়ে। অথচ তার কোরআন তিলাওয়াত সহীহ্ না। ২০ বছর পর সে সহীহ্ ভাবে কোরআন তিলাওয়াত শিখল। এখন কী তাকে বিগত ২০ বছরের সালাতের কাযা আদায় করতে হবে? ২। আমার পরিবারের কারোই কোরআন তিলাওয়াত সহীহ্ না। আম্মা, স্ত্রী, ছোট বোন (বিয়ে হয়ে গেছে) ছোট ভাই। শুধু আমি সহীহ্ ভাবে কোরআন তিলাওয়াত করতে পারি। আমি কখনই তাদেরকে সহীহ্ ভাবে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করিনি। পরকালে কী আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে?

উত্তর :

১। না, আপনাকে বিগত বছরের নামাযগুলো ক্বাযা করতে হবে না। আপনি পূর্বের গাফলতির জন্য খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করে নিবেন।
২। হ্যাঁ, আপনার অধীনস্থদের ব্যাপারে তো আপনাকে জিজ্ঞাসা করাই হবে। হাদীস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِى عَلَى النَّاسِ رَاعٍ عَلَيْهِمْ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِىَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالَعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
অর্থঃ জেনে রাখ, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ……. ব্যক্তি তার পরিবার পরিজনের ব্যাপারে দায়িত্বশীল। তাকে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।……….(সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৯৩০)
কাজেই আপনি পূর্বের জন্য খালেছভাবে আল্লাহ তাআলার নিকট তাওবা করে নিবেন এবং এখন থেকেই তাদের দ্বীনদারীর ব্যাপারে ফিকির করবেন।
নিরাশ হবার কিছুই নেই। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। খাঁটিভাবে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইংশাআল্লাহ। তবে ভবিষ্যতে সতর্ক থাকবেন।-সূরা যুমার, আয়াত ৫৩

Loading