প্রশ্ন : আসসালামু আলাইকুম, কেমন আছেন এবং আপনার আব্বা কেমন আছেন? জনাব ভুল হলে মাফ করবেন। আমার প্রশ্ন হচ্ছে, ১। আমীর যে কোন অসুস্থ হক না কেন, হওয়ার পরে আমি কি করলে ইসলামিক আর হাদীস মত শিরক হবে না ইবাদতও হবে। Total kotha hocce… Ami asustho hole.. Ki korle ibadot hobe r shirk hobe na….. R Dr. Dekhaite gale Kivabe jaite hobe .2.onk e bole oi Dr kase gale vlo hobe… Amon kotha bola Ki shirk.

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি।
১। আপনার প্রশ্ন খুব একটা স্পষ্ট না। যতটুকু বুঝেছি তার উত্তর হল, অসুস্থ হলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে ডাক্তার দেখানো বা ঔষধ সেবন করা দোষনীয় কিছু নয় বরং সুন্নাত। আর অসুস্থ হলে আল্লাহ তাআলার উপর রাজী থাকতে হবে। আল্লাহ তাআলাকে দোষারোপ করে কোন কথা বলা বা বিলাপ করা যাবে না।

Loading