প্রশ্ন : ১। সমকামিতা কি? ২। যদি কেউ তা করে এবং ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, তার গুনাহ কি ক্ষমা হবে? যেহেতু দুনিয়াতে এর শাস্তি আছে। তাকে কি দুনিয়ার শাস্তিও ভোগ করতে হবে? ৩। আর যার সাথে সে এই কাজটি করেছে, তওবা করার পর সে কি তার চাচাতো বোনকে বিয়ে করতে পারবে?

উত্তর :

১। পুরুষ পুরুষের সাথে অথবা মহিলা মহিলার সাথে যিনা বা অপকর্ম করাকে সমকামিতা বলে। যা জঘন্যতম একটি গুনাহ।
২। হ্যাঁ, খাঁটিভাবে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
৩। হ্যাঁ, তার চাচাতো বোনকে বিয়ে করতে পারবে।-সূরা নিসা, আয়াত ২৪; বাদায়েউস সানায়ে ৩/৪১১

Loading