প্রশ্ন : একজন নফল রোযা অবস্থায় ভুলে মেহমানের সাথে খেয়ে ফেলেছে। যখন মনে হয়েছে তখন খানা বন্ধ করে কিন্তু পরে আবার মনে করে মেহমানের সাথে নফল রোযা ভেঙ্গে খাওয়া যায়। পরে রোযা ভেঙ্গে ফেলে। এভাবে রোযা ভাঙ্গা কী ঠিক হয়েছে? এখন করনীয় কী?

উত্তর :

মেহমানের খাতিরে নফল রোযা ভাঙ্গা জায়েয। তবে তা পরবর্তীতে ক্বাযা করে নিতে হবে। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৭; ফাতাওয়া রহীমিয়া ৭/২৭০

Loading