প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমি যখন নামাযে দাড়াই তখন মনে হয় আমার উযূ চলে গেছে। এমন সন্দেহ তৈরী হয়। আমি কি করবো? যখন নামায পড়ি সিজদা ও রুকু থেকে উঠার পর ওযু চলে যায় (বায়ু বের হবার দ্বারা) এটা অনেক সময় বুঝতে পারি। জামাআতে নামায আদায় করার পর সন্দেহ হলে আবারো একা ওই নামায আদায় করতে পারবো কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
শুধু সন্দেহের কারনে আপনার উযূ নষ্ট হবে না যতক্ষণ না আপনি উযূ ভেঙ্গে যাওয়ার স্পষ্ট ও নিশ্চিত কোন আলামত না পান।হ্যাঁ, যখন নিশ্চিত হবেন যে আপনার উযূ ভেঙ্গে গিয়েছে তখন নামায ছেড়ে পুনরায় উযূ করে আবার নামায পড়ে নিবেন।আর অহেতুক সন্দেহের কারনে জামাআতে আদায় করা নামায পুনরায় পড়বেন না।
উল্লেখ্য যে, এটা এক প্রকার ওয়াসওয়াসা। এটা আপনি যত আমলে নিবেন তা তত বাড়তে থাকবে। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি এর দিকে কোন ভ্রূক্ষেপ করবেন না।–সহীহুল বুখারী, হাদীস নং ১৩৭; সহীহ মুসলিম, হাদীস নং ৮৩০

Loading