প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আমার বাবা শ্বাসকষ্টের রোগী, শুধু ফজরের সময় শ্বাস বেড়ে যায়, আমাদের বাসা ৫ম তলায়। তাই ফজরের নামায তিনি মসজিদে গিয়ে জামাআতে পড়তে পারেন না। আমি প্রায় ১ মাস যাবত বাবার সাথে ফজরের নামায (২ জনে) ঘরে জামাআতে পড়ি। আমি ঘরে জামাআতে নামায পড়ায় শরীআতে কোন নিষেধাজ্ঞা আছে কি ? ২। আর যদি বাবাকে একা নামায পড়তে বলে আমি মসজিদে গিয়ে জামাআতে নামায পড়ি তাহলে বাবা মনে কষ্ট পাবে। এখন আমি কোনটা করলে আমার জন্য পরহেজগারীতা অর্জন হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। এমতাবস্থায় আপনার জন্য ঘরে নামায পড়া বৈধ হবে না। আপনার আব্বা শ্বাসকষ্টের জন্য ফজরে মসজিদে উপস্থিত হতে না পারলে এই উযর তার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আপনার জন্য উক্ত উযরে জামাআত তরক করা জায়েয হবে না। আপনি আপনার বাবাকে মাসআলা বুঝিয়ে বললে হয়তোবা তিনি বুঝে যাবেন ইংশাআল্লাহ।–সহীহ মুসলিম, হাদীস নং ১৫১৩; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫৫১; ফাতাওয়া হিন্দিয়া ১/৮২

Loading