প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার নানু কয়েক বছর আগে মারা গেছেন। নানুর কিছু টাকা বালিশের নিচে রেখে যান যা সম্পর্কে কোনই ওসিয়ত/কিছুই বলে যান নাই। আমার আম্মু সহ মোট ৬ জন ওয়ারিশ আছে। কিন্তু আম্মু বাদে তারা দ্বীনদার না এমনকি নামাযও পড়ে না। তাই আম্মু চাচ্ছে যার টাকা তার নামে অর্থাৎ নানুর নামে ঈসালে ছাওয়াবের উদ্দেশ্যে এতিমখানায় দান করে দিতে চান। এটা করা কি ঠিক আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, এমনটি করা জায়েয হবে না। বরং ওয়ারিশগণের মাঝে তা শরয়ী পদ্ধতিতে বণ্টন করে দিতে হবে। তবে সকল ওয়ারিশ সেচ্ছায় তা দান করে দিতে চাইলে কোন সমস্যা নেই।–আদ্দুররুল মুখতার ৬/৭৬১; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৭

Loading