প্রশ্ন : আসসালামু আলাইকুম মুহতারাম, আমার বাবা একদিন আমার মাকে মায়ের অবাধ্য আচরণের কারণে তার উপর অনেক রাগ করে বলে যে, তোমাকে ছেড়ে দিবো। তারপর কিছুক্ষণ পরেই আমার মাকে উদ্দেশ্য করে তিনবার বললেন – তোমাকে ছেড়ে দিলাম। আমরা তিন ভাই-বোনই তার একথাগুলো শুনেছি। মুহতারাম উক্ত অবস্থায় কি তালাক পতিত হয়েছে? দয়া করে জানাবেন। জাযাকাল্লাহ্ খায়রন।

উত্তর :

ওয়া আলাইকুস সালাম
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার মাতার উপর তিন তালাকে মুগাল্লাযা পতিত হয়ে তিনি তার স্বামীর জন্য স্থায়ীভাবে হারাম হয়ে গিয়েছেন। শরয়ী হালালাহ ব্যতীত তাদের ঘর সংসার করা সম্পূর্ণ নাজায়েয ও হারাম। শরয়ী হালালার সূরত হল, আপনার মাতার ইদ্দত পার হবার পর অন্য কোন পুরুষ তাকে বিবাহ করবে। এরপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক (মেলামেশা) হওয়ার পর সে স্বেচ্ছায় আপনার মাতাকে তালাক দিবে। অতঃপর তার ইদ্দত পার হবার পর আপনার পিতা চাইলে তার সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।–সূরা বাকারাহ, আয়াত ২৩০; সহীহুল বুখারী, হাদীস নং ৫৭৯২; রদ্দুল মুহতার ৩/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭৩; মাজমূআতুল ফাতাওয়া ২/৬৮

Loading