প্রশ্ন : আসসালামু আলাইকুম, ভাই আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করছি। কিন্তু এই সাহিত্য এ কিছু কবিতা ও নাটক অশ্লীল বিষয় নিয়ে আলোচনা করে। যদি এটাকে আমার জীবনে রোজগারের পথ হিসেবে বেছে নিই, তবে কি হালাল পন্থায় উপার্জন হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যদি আপনার প্রশ্ন দ্বারা এটা উদ্দেশ্য হয় যে, উক্ত বিষয়ে পড়াশোনা করে পরবর্তীতে কোন চাকরি করলে উপার্জন হালাল হবে কিনা? অর্থাৎ এই পড়াশোনা পরবর্তীতে কোন হালাল উপার্জনের নিয়তে করলে উপার্জন হালাল হবে কিনা?
তবে উত্তর হল, কেবল এ সকল বিষয় পড়াশোনার জন্য ভবিষ্যতে উপার্জন হারাম হবে না। বরং আপনার কাজ বৈধ হলে উপার্জনও বৈধ হবে।
আর যদি প্রশ্ন অন্য কোন বিষয়ে হয় তবে পুনরায় বুঝিয়ে প্রশ্ন করুন।
প্রিয় দ্বীনী ভাই, আপনি সম্ভবত সুদূর নদিয়া, ভারত থেকে প্রশ্ন করেছেন। কেমন আছেন আপনারা? আপনাদের প্রতি রইল অগাধ ভালোবাসা ও দুআ। আল্লাহ তাআলা যেন আপনাদের ঈমান, আমল, ইজ্জতসহ সবকিছু হেফাজত করেন।

Loading