প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১। জানতে চাচ্ছিলাম রথ মেলায় মুসলমান কারও যাওয়া ঠিক হবে কিনা? মানে কোনো দরকারী জিনিস কিনতে? ২। বা যদি খেলনায় উঠে হাসবেন্ড এর সাথে পরিপূর্ণ পর্দার সাথে। ঠিক হবে কিনা? ৩। বাচ্চাদের খেলনা কিনার জন্য as like ছেলের গাড়ি

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩। না, মুসলমানদের জন্য সেখানে যাওয়া জায়েয হবে না। রথমেলা মুলত রথযাত্রা থেকে এসেছে। রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উত্‍সব যেখানে আষাঢ় মাসের পূণ্য তিথিতে কাঠের তৈরি রথে করে বিগ্রহকে পরিভ্রমন করানো হয়। এর সাথে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে শিরকী ও কুফরী চিন্তা চেতনা। তাই এধরণের মেলায় কোন ঈমানদারের জন্য যাওয়া বৈধ হবে না।
আর রইল প্রয়োজনীয় জিনিসপত্র, তো সেগুলো অন্য জায়গা থেকে কেনা যেতে পারে।

Loading