প্রশ্ন : কেউ যদি হারাম টাকা দিয়ে ফ্রিজ ক্রয় করে আর পরে হালাল টাকায় ক্রয় করা হালাল খাবার ফ্রিজে রাখে। তাহলে কি এই হালাল টাকায় ক্রয় করা হালাল খাবারও কি হারাম হবে যেহেতু ফ্রিজ হারাম টাকায় ক্রয় করা।

উত্তর :

না, এতে খাবার হারাম হবে না। তবে তার জন্য ঐ ফ্রিজের মূল্য পরিমান টাকা সদকাহ করা জরুরী। এর পূর্বে তার জন্য ঐ ফ্রিজ থেকে উপকৃত হওয়া জায়েয নয়।–আল বাহরুর রায়েক ৫/৩৩৮; বাদায়েউস সানায়ে ১১/১৯৯ (শামেলা)

Loading