প্রশ্ন : আসসালামু আলাইকুম, কোনো নারী যদি তার বিবাহের দেনমোহর থেকে তার স্বামীকে মুক্ত করে দেয় বা মাফ করে দেয় তাহলেও কি তার স্বামীকে সেই দেনমোহর পরিশোধ করতে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, আসলেই অন্তর থেকে মাফ করে দিলে তা মাফ হয়ে যাবে। তা আর পরিশোধ করতে হবে না।–সূরা নিসা, আয়াত নং ৪; মুসনাদে আহমাদ, হাদীস নং ২০৬৯৫

Loading