প্রশ্ন : আসসালামু আলাইকুম। যে সব পারফিউম বা প্রসাধনী তে অ্যালকোহল আছে তা ব্যবহার করা যাবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

যে সব সেন্ট বা প্রসাধনী খেজুর, আঙ্গুর, মুনাক্কা বা কিসমিস থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল দ্বারা তৈরি করা হয়, তা নাপাক বিধায় ব্যবহার করা নাজায়েয। তবে অন্য কোন বস্তুর রস থেকে যে অ্যালকোহল তৈরি করা হয় তা দ্বারা তৈরিকৃত সেন্ট ব্যবহার করা জায়েয। কিন্তু বর্তমানের সেন্টগুলোতে সাধারণত উক্ত জিনিসগুলো থেকে তৈরি অ্যালকোহল ব্যবহার করা হয় না। কাজেই যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে জানা না যায় যে, কোন প্রকার অ্যালকোহল ব্যবহার করা হয়েছে ততক্ষণ কোন সেন্টকে হারাম বলা যায় না। তবে সতর্কতামূলক সেগুলো ব্যবহার না করা এবং ব্যবহার করে নামায না পড়া উচিত।–ফাতহুল কদীর ৮/১৬০; আল বাহরুর রায়েক ১/১১৬

Loading