প্রশ্ন : আমাদের দেশে অনেক বড় বড় পুকুরে টিকিট কেটে নির্দিষ্ট মূল্যে টাকা দিয়ে বরশি দিয়ে সকাল থেকে সন্ধা পর্যন্ত মাছ ধরা হয়। এখানে মাছ ধরা কি জায়েয? এখানে কেউ কম মাছ পেতে পারে কেউ বেশী। এতে কেউ আনন্দিত হয় কেউ মনঃক্ষুন্ন হয়। এখানে মাছ ধরা কি জায়েয হবে?

উত্তর :

না, এভাবে মাছ ধরা জায়েয নেই। এটা জুয়ার অন্তর্ভুক্ত।-সূরা মায়েদাহ, আয়াত ৯০; রদ্দুল মুহতার ৬/৪০৩

Loading