প্রশ্ন : আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যতদিন পর্যন্ত ইথিওপীয়রা তোমাদের ত্যাগ করবে, তোমরাও তাদের ত্যাগ করো, কেননা ইথিয়পীয় ছোট গোছাধারী এক ব্যক্তি “ব্যতীত” কেউ কা‘বার ভান্ডার লুণ্ঠন করবে না।(সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৩০৯) হাদীসে বলা আছে ইথিয়পীয় ছাড়া কেউ কাবা লুট করবে না, তাহলে হাজরে আসওয়াদ লুট হয়েছিল কেন?

উত্তর :

উক্ত হাদীসে কাবার ভাণ্ডার বলতে ঐ সকল সম্পদ বুঝানো হয়েছে, যেগুলো বিভিন্ন বাদশাহেরা বিভিন্ন সময় বাইতুল্লাহকে হাদিয়া দিয়েছে। সেগুলো বাইতুল্লাহ এর নীচে দাফন করে রাখা হয়েছে। এগুলো সব হাবশার এক ব্যক্তির নেতৃত্বে লুণ্ঠন করা হবে। হাজরে আসওয়াদ উদ্দেশ্য নয়।–মিরকাতুল মাফাতীহ ১৫/৪১৪; আউনুল মাবূদ ১১/২৮৫ (শামেলা)

Loading