প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমি মালয়েশিয়াতে পড়াশুনার পাশাপাশি পার্টটাইম হিসাবে একটি টেলিভিশন সেন্টারে সেন্সরিং এর কাজ করি। ডিউটির সময় সারাক্ষন টিভি দেখতে হয় এবং খারাপ দৃশ্য আসলে কেটে দিতে হয়। এই জবের মাধ্যমে আমার থাকা খাওয়া চলে। প্রশ্ন হল, এই কাজ করা জায়েয কিনা? আশা করি জানাবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, উক্ত পেশা গ্রহণ করা বৈধ হবে না। আপনি দ্রুত উক্ত পেশা ছেড়ে অতীতের জন্য খালেছভাবে তাওবা করে নিবেন।

Loading