প্রশ্ন : মরা মানুষের জন্য দুআ করে টাকা নেয়া জায়েয কি?

উত্তর :

দুআ স্বতন্ত্র একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
الدعاء هو العبادة
অর্থঃ দুআই হল ইবাদত।-সুনানে তিরমিজী, হাদীস নং ২৯৬৯
আর কোন ইবাদতের বিনিময় গ্রহণ করা জায়েয নেই। সুতরাং মৃত ব্যক্তির জন্য দুআ করে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা যাবে না।-রদ্দুল মুহতার ৬/৫৫

Loading