প্রশ্ন : মুহতারাম,আসসালামু আলাইকুম। মুখের মাড়ি থেকে অথবা কাশি দিয়ে কফ ফেলতে গিয়ে গলা থেকে রক্ত বের হলে কি রোযা ভেঙ্গে যাবে?উল্লেখ্য যে,রক্ত বের হবার পর থুতু না গিলে মুখে পানি দিয়ে কিছুক্ষণ কুলি করতে থাকি যতক্ষণ রক্ত বন্ধ না হয়। আর কফের সাথে রক্ত বের হওয়ায় গলায় পানি লাগিয়ে কয়েকবার কুলি করি যতক্ষণ রক্ত বন্ধ না হয়। এমতাবস্থায় প্রশ্ন হলো- এতে কি আমার রোযা কি ভঙ্গ হবে- জানিয়ে আমাকে কৃতজ্ঞ পাশে আবদ্ধ করবেন। জাযাকাল্লাহ্ বি খয়ির।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, আপনার রোযা ভাঙ্গেনি।–আদ্দুররুল মুখতার ২/৩৭১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৪।

Loading