প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার আত্মীয় কিংবা প্রতিবেশী, যার উপার্জন জানা মতে হারাম, কারণ সে সুদী ব্যাংকে চাকুরী করে। ১। সে কোন খাবার কিংবা অন্য কোনো দ্রব্য হাদিয়া দিলে তা কি আমার জন্য হালাল হবে? ২। কিংবা দাওয়াত দিলে তাতে কি অংশগ্রহণ করা যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১+২। না। তবে যদি কোনভাবে জানতে পারেন যে, সে যেটা হাদিয়া দিচ্ছে বা যেটা খাওয়াচ্ছে সেটা তার কোন বৈধ ইনকাম থেকে দিচ্ছে তবে জায়েয।-রদ্দুল মুহতার ৫/৯৮; মাজমাউল আনহুর ২/৫৪৮

Loading