প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমার প্রশ্ন যদি আসরের নামাযের সময় তাহিয়্যাতুল মসজিদ বা দুখূলুল মসজিদের নিয়তের সাথে আসর পড়ি এবং মসজিদে অবস্থান করি তবে এই একই উযূতে মাগরিবের সময়ও কি তাহিয়্যাতুল মসজিদ বা দুখূলুল মসজিদের নিয়ত করা যাবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনি যদি মসজিদেই অবস্থান করেন তবে তাহিয়্যাতুল মসজিদ বা দুখূলুল মসজিদের নিয়ত করার প্রয়োজন নেই। কেননা আপনি তো তা আদায় করে ফেলেছেন। হ্যাঁ, বের হয়ে প্রবেশ করলে আবার নিয়ত করতে পারেন।

Loading