প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমি একটি কোম্পানিতে চাকরি করি। তারা এতদিন পর্যন্ত কোন ব্যাংক লোন নেয়নি। কিন্তু বর্তমানে তারা একটি ব্যাংক লোনের চিন্তাভাবনা করছে। এখন আমার জন্য কি করণীয়? যদি তারা ব্যাংক লোন নেয় তবে আমার জন্য চাকরি করা কি ঠিক হবে? নাকি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবো? কিছুই বুঝতে পারছি না।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
আপনার চাকরি ও বেতন হালাল থাকবে। তবে একান্ত অপারগতা ব্যতীত সুদী লোন নেওয়া আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। কাজেই আপনার কোম্পানির কর্তৃপক্ষ একান্ত অপারগতা ব্যতীত সুদী লোন নিলে চরম গুনাহগার হবেন।–সূরা বাকারাহ, আয়াত ২৭৫, ২৭৬; সহীহ মুসলিম, হাদীস নং ৪১৭৭

Loading