প্রশ্ন : ১। ইতিকাফ থাকা অবস্থায় সেহরিতে মাইকে ডাকা যাবে কি? ২। মসজিদ তিন তালা ভবনের জন্য ভাংগা হয়েছে বর্তমানে যেখানে নামায পড়া হয় (মসজিদের বাইরে) সেখানে ইতিকাফ করা যাবে কি?

উত্তর :

১। মসজিদের ভিতরে থেকে ডাকার কোন ব্যবস্থা থাকলে ডাকা যাবে। এর জন্য মসজিদের বাইরে যেতে হলে তা করা যাবে না।

২। ইতিকাফ সহীহ হওয়ার জন্য মসজিদ শর্ত। কাজেই মসজিদের ভিতরের কোন অংশেই ইতিকাফ করতে হবে।

 

Loading