প্রশ্ন : আসসালামু আলাইকুম। ১. মহিলাদের কি ঈদের নামায আছে? ২. ঈদের খুতবায় ইমাম সাহেব যখন তাকবীর বলেন তখন কি মুসল্লীগণও তার সাথে তাকবীর বলবে? নাকি চুপ থাকবে? ৩. কুরবানী দেওয়ার সময় যদি ভুলে “কুল ইন্না ছ্বলাতি ওয়ানুসুকি” এই দুআটা না পড়ে শুধু “আল্লাহু আকবার” বলে কুরবানী করা হয় তাহলে কুরবানী সহীহ্ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, নেই।–সহীহুল বুখারী, হাদীস নং ৮৬৯; ইলাউস সুনান ৮/৮৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫০

২। না, মুসল্লীরা খুতবার সময় তাকবীর বলবে না। বরং চুপ থাকা জরুরী।–আদ্দুররুল মুখতার ২/১৫৮, ১৫৯

৩। হ্যাঁ, হবে।

Loading