প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, আমাদের পাশের বাড়ির এক ভদ্রলোক তার একমাত্র সাবালিকা মেয়েকে একটি মাদরাসায় ভর্তি করিয়েছেন। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে ঐ ভদ্রলোক সব সময় তার মেয়েকে মাদরাসায় নিয়ে যাওয়া-আসা করতে পারেন না। এখন জানার বিষয় হলো, ঐ মেয়ে কি একা একা মাদরাসায় যাওয়া-আসা করতে পারবে? দলীলসহ সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন। একটু তাড়াতাড়ি উত্তর পাঠালে খুশি হবো। আল্লাহ আপনাকে রুসুখ ফিল ইলম দান করুন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
যদি মাদ্রাসা আশপাশে হয় এবং রাস্তাও নিরাপদ হয় তবে পরিপূর্ণ পর্দার সাথে আসা যাওয়া করতে কোন অসুবিধা নেই। আর যদি অনেক দূরে হয় (অর্থাৎ কমপক্ষে ৪৮ মাইল বা তার চেয়ে বেশী) তবে জায়েয হবে না।–সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩৩; সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৭২৮

Loading