প্রশ্ন : যদি কোন মুসলমান মা-বাবা চায় যে তার সন্তান আলেম না হোক কিন্তু সন্তান নিজের চেষ্টায় আলেম বা হাফেজ হয় তবে কি এই বাবা মা অন্যান্য আলেমদের বাবা মায়ের মত হাশরের ময়দানে উচ্চাসন পাবে নাকি তাদের নিয়ত না থাকার কারণে পাবে না?

উত্তর :

সন্তান দুআ করলে তো পাবেই। হাদীস শরীফে আছে-
قال رسول الله صلى الله عليه و سلم إن الرجل لترفع درجته في الجنة فيقول أنى هذا؟ فيقال باستغفار ولدك لك
অর্থঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ললাম ইরশাদ করেন, জান্নাতে কোন ব্যক্তিকে সুউচ্চ মর্যাদা দেওয়া হলে সে বলবে এটা কিভাবে হল? তখন তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের ইস্তেগফারের কারনে।–সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৬৬০

Loading