প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার এক বন্ধুর হালাল টাকাও আছে হারাম টাকাও আছে, একদিন আমাকে হোটেলে নিয়ে গেল, আমি বললাম তোর টাকা থেকে আমি খাব না, সে বলল এটা হালাল টাকা, খাওয়া শেষ হলে পরে বলে যে তোর সাথে মিথ্যা বলছি, এটা হারাম টাকা, মিথ্যা না বললে তুই খাবি না এ জন্য বাধ্য হয়ে মিথ্যা বলছি, এমতাবস্থায় কি আমার গুনাহ হবে ?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, আপনার কোন গুনাহ হবে না। তবে আপনি যা খেয়েছেন তার মূল্য গরীবের মাঝে সদকাহ করে দিবেন।– রদ্দুল মুহতার ৬/৩৮৫; আল বাহরুর রায়েক ৮/৩৫৯

Loading