প্রশ্ন : আমাকে যদি কেউ খোচা দিয়ে কথা বলে বা আমাকে বিভিন্নভাবে মানসিক অশান্তিতে রাখে, আর সেটা যদি আমি আমার বাবা, মার কাছে বলি সেটা কি গীবত হবে?

উত্তর :

না, গীবত হবে না। কারো অনিষ্ঠ থেকে বাঁচার জন্য তার অনিষ্ঠের কথা প্রতিকারের জন্য অভিভাবককে বলা যায়।-মিরকাতুল মাফাতীহ ১৪/৯৮ (শামেলা); উমদাতুল কারী ৩০/২২১ (শামেলা)

Loading