প্রশ্ন : আসসালামু আলাইকুম, নফল নামাযেও কি সাহু সিজদাহ দিতে হবে যেহেতু নামাযই নফল (ওয়াজিব হওয়ার তো প্রশ্নই ওঠে না)?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, নফল নামাযেও সিজদায়ে সাহূ ওয়াজিব হয়। উল্লেখ্য যে, নফল নামায শুরু করার দারা তা আর নফল থাকে না বরং ওয়াজিব হয়ে যায়।–আদ্দুররুল মুখতার ১/৪৬৫;

Loading