প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো: ১/ফজর এর সময় এখন শেষ ওয়াক্ত দেওয়া ৬:৩৬; নামাযে সালাম ফিরিয়ে দেখে যদি ৬:৩৬ তাহলে নামায ওয়াক্তমত হয়েছে কি? নাকি এটা পরে আবার পড়তে হবে? ২/হযরত বাসা ৭ তলা তে। মসজিদে জামাআতে নামায পড়ার চেষ্টা করা হয়। বাসা থেকে একটু দূর আছে মসজিদ। ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় যদি ৬:২০ বেজে যায় তবে মসজিদে গিয়ে নামায পড়তে গেলে ওয়াক্ত মিস হবে। এখন কি এই অবস্থায় বাসায় নামায আদায় করে নেওয়া যাবে? ৩/নামাযের জামাত টাইম মিস হলে মসজিদে গিয়ে পড়া ঝুঁকি হলে বা বন্ধ থাকলে বাসায় পড়া যাবে কি? বাসায় কেবলা নির্ধারণ করতে অপারগ হলে করণীয় কি হযরত?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। ৬:৩৬ এ যদি সূর্যোদয় দেওয়া থাকে এবং উক্ত ক্যালেন্ডার সহীহ হয় তবে নামায হয়নি। পুনরায় ক্বাযা করে নিতে হবে।
২+৩। হ্যাঁ, এমতাবস্থায় বাসায় নামায আদায় করা জরুরী।
আর কিবলা নির্ধারণ করতে না পারলে এবং কাউকে জিজ্ঞাসা করার না পেলে সেক্ষেত্রে প্রবল ধারনার ভিত্তিতে কিবলা নির্ধারণ করে নামায আদায় করবে। আমাদের দেশে সাধারণত টয়লেটগুলো দেখে সহজেই কিবলা অনুমান করা যায়।–আদ্দুররুল মুখতার ১/৪৫৩; আল বাহরুর রায়েক ১/৫০১,৫০২

Loading