প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। সেদিন আমি রোযাবস্থায় সকালে আমার ছোট্ট মেয়ের সাথে খেলতেছিলাম, ঠিক তখনি আমি অনুভব করলাম যে আমার মুখে সুতার মতো কি যেন গিয়েছে, থুথু ফেলাবো কি ফেলাবো না এরুপ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর আমি হঠাৎ থুথু গিলে ফেলি। আবার কিছুক্ষণ পর খেলা রেখে কফ আর থুথু এমনভাবে ফেলি যাতে মুখে বা গলায় কিছু থাকলে বেরিয়ে যায়। এমতাবস্থায় মুহতারামের কাছে প্রশ্ন, উক্ত ঘটনাসারে যদি সুতা গলার ভিতরে চলে যায় তবে রোযা কি ভেঙ্গে যাবে? জাযাকাল্লাহু খয়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার রোযা সহীহ হয়ে গিয়েছে।

Loading