প্রশ্ন : রমযান মাসে আযানের পর খাওয়া যায়?

উত্তর :

না। বরং আযানের দুই তিন মিনিট আগেও খাওয়া যায় না। কেননা আযান সাধারণত সুবহে সাদিক হওয়ার ৪/৫ মিনিট পরেই দেওয়া হয়। আর খাওয়ার শেষ সময় হল সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত।– রদ্দুল মুহতার ২/৪০৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩১২।

Loading