প্রশ্ন : আসসালামু আলাইকুম, ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পড়ার পরে বুকে দম করার কোন দলীল আছে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হাদীস শরীফে ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পড়ার পরে বুকে দম করা খুঁজে পাওয়া যায় না। হাদীস শরীফে শুধুমাত্র পড়ার কথা এসেছে। তবে ঘুমের পূর্বে এবং অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সূরা পড়ে শরীরে দম করতেন। কাজেই কেউ কোন প্রয়োজনে আয়াতুল কুরসী পড়ে শরীরে দম করতে চাইলে করতে পারে।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৫০৫৮; মুসনাদে আহমাদ, হাদীস নং ২৪১০৩

Loading