প্রশ্ন : আসসালামু আলাইকুম, নামায পড়ার সময় দুনিয়াবি বিভিন্ন কথা মনে আসলে এবং কত রাকাত পড়লাম ঠিকভাবে মনে রাখতে না পারলে তখন কি নামায সঠিক ভাবে পড়ার জন্য নামায ছেড়ে দিয়ে পুনরায় নিয়ত বাঁধতে হবে? বা কি করতে হবে ঐ সময়ে?

উত্তর :

১। যদি নামাযের রাকাআত নিয়ে সন্দেহ হয় আর এমনটি কদাচিৎ বা কম হয় তবে পুনরায় নতুন করে নামায পড়তে হবে। আর যদি প্রায়ই বা ঘন ঘন হয় তবে এক বা দুই রাকাআত নিয়ে সন্দেহ হলে দেখবে কোন একদিকে প্রবল ধারণা হয় কিনা? যদি হয় তবে তাই গ্রহন করবে। আর প্রবল ধারণা না হলে কমটিকে (অর্থাৎ এক রাকাআত) ধরে নামায আদায় করবে এবং প্রতি রাকাআতে বৈঠক করবে। অতঃপর শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিয়ে নামায শেষ করবে। অনুরূপভাবে যদি দ্বিতীয় ও তৃতীয় রাকাআত বা তৃতীয় ও চতুর্থ রাকাআত নিয়ে সন্দেহ হয় তবে একই হুকুম। অর্থাৎ কমটিকে (পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় রাকাআত) ধরে নিয়ে প্রতি রাকাআতে বৈঠক করবে। অতঃপর শেষ বৈঠকে সিজদায়ে সাহু দিয়ে নামায শেষ করবে।–আদ্দুররুল মুখতার ২/৯২; ফাতহুল কদীর ১/৫১৮; তাতারখানিয়া ১/৭৪৭

উল্লেখ্য যে, নামায খুশু খুজুর সাথে আদায় করা জরুরী। অন্য চিন্তা নামাযে আসলে তৎক্ষণাৎ তা বাদ দিয়ে নামাযে মনোনিবেশ করবে।

Loading