প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) তাকবীরে তাহরীমার সময় হাতের আঙ্গুল কি ফাঁকা রাখবো না মিলিয়ে রাখবো ? ২) ফজর ও আসরের নামাযের পর ইমাম সাহেব যে মুসল্লীদের দিকে ঘুরেন তখন অনেকে ৪৫ ডিগ্রি বাকা হন আবার অনেকে পুরাপুরি ঘুরেন কোনটা সুন্নাত?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। স্বাভাবিক রাখা সুন্নাত। অর্থাৎ একেবারে মিলিয়ে রাখবে না আবার একেবারে ফাঁকা রাখবে না।–সহীহ ইবনে খুযাইমাহ, হাদীস নং ৪৫৯; মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৮৫৬

২। উভয়টি।–সহীহুল বুখারী, হাদীস নং ৮৫২, ১৩৮৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৬৭২-১৬৭৫; মিরকাতুল মাফাতীহ ৪/৩২ (শামেলা)

Loading