প্রশ্ন : আসসালামু আলাইকুমপ্রশ্ন : জমিতে অনেকে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করে। কিন্তু বাজারে এসে কোন পণ্যে এগুলো দিয়েছে এটা বের করা সাধারণের কাছে কঠিন। এসব পণ্য বেচাকেনার শরয়ী হুকুম কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম,
দুঃখিত ওয়েব সংক্রান্ত সমস্যার কারনে উত্তর দিতে দেরি হল। যদি কোন পণ্যের ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় যে তাতে এমন কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে, যা মানব শরীরের জন্য ক্ষতিকর তবে তার কারবার করা বৈধ নয়। আর যদি কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ সহনীয় মাত্রার হয় অথবা কিছু জানা না যায় তবে তার কারবার করা জায়েয।–সহীহ বুখারী, হাদীস নং ১৩; সহীহ মুসলিম, হাদীস নং ৪৫,১৭৯; মুসনাদে আহমাদ, হাদীস নং ১২৮০১।

Loading