প্রশ্ন : আমার এক ভাই এক বাসায় ভাড়া থাকে এবং সাথে আর একজন অপরিচিত লোক থাকে। এখন যদি আমি সেই বাসাই বেড়াতে যাই কয়েক দিন থাকি তাহলে কী আমি কারো হক নষ্ট করলাম? যদিও আমার বড় ভাই সেখানে আছে কিন্তু আমার তো বিদ্যুৎ পানি অনেক কিছু ব্যবহার করতে হবে এটা কী বৈধ?

উত্তর :

আসলে এভাবে একসাথে থাকার ক্ষেত্রে সাধারণত প্রত্যেকের পক্ষ থেকে অনুমতি থেকে থাকে। কেননা মেহমান কমবেশি সকলেরই এসে থাকে। তাছাড়া মেহমান এলে নিষেধ না করা এটাও একপ্রকার সম্মতি। তবে আপনি তার ব্যক্তিগত কোন কিছু তার অনুমতি ব্যতীত ব্যবহার করবেন না। আর যদি সে কোন প্রকার নারাজি বা অসম্মতি প্রকাশ করে তবে আপনার ব্যবহারকৃত অংশের বিল আপনার ভায়ের দিয়ে দেওয়া কর্তব্য।–আল-আশবাহ ওয়ান নাযায়ের, পৃষ্ঠা নং ১০৫

Loading