প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, গৃহপালিত পাখীর যাকাত আছে কি? থাকলে বিস্তারিত তথ্যসহ জানতে চাই।

উত্তর :

ওয়া আলাইকুমুসস সালাম
না, সখবশত পাখী পালন করলে তার উপর কোন যাকাত আসবে না। তবে পাখীর ব্যবসা করলে বা বিক্রির নিয়তে পাখী ক্রয় করলে তার মূল্যের উপর যাকাত আসবে যদি আপনি নেসাবের পরিমাণ সম্পদের মালিক হন।–আননাহরুল ফায়েক ১/৪৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৬

Loading