প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। আমরা পরিবারে মোট চারজন, আমি, বাবা, মা ও বোন। আমি এবং আমার বাবা সুন্নত এতেকাফে বসতে চাই। কিন্তু ঘরে শুধু দুজন মহিলা রেখে দুইজন পুরুষই এতেকাফে বসা জায়েয হবে? ২। আমরা এতেকাফে বসার পর বাসায় যেয়ে খাবার খেতে গেলে হয়তো দুনিয়াবী ঝামেলা আসতে পারে তাই যদি- মা ও বোন হাত মুজা, পা মুজা ও চেহারা ঢেকে মসজিদের গেটে খাবার দিয়ে যায় (যেহেতু ঘরে আর কোন পুরুষ নেই) সেটা কি জয়েয হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, কোন সমস্যা না থাকলে বসতে পারেন।
২। হ্যাঁ, তা করতে পারেন।

Loading