প্রশ্ন : আসসালামু আলাইকুম। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি নামায পড়েছ? সে বলল না। তাকে বললাম তুমি কি কাফের? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হল নামায। প্রশ্ন ১। তুমি কি কাফের? স্ত্রীকে একথা বলায় কি স্বামী স্ত্রীর সম্পর্কে কোন সমস্যা হয়েছে? প্রশ্ন ২। আমার ছোটখাট একটি কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং ও ইন্টারনেট কাজের দোকান রয়েছে। সাথে ট্রেনিংও যুক্ত করতে চাই। দোকানের নাম মা কম্পিউটার। আমাদের মার্কেটে মা নামে ৩ টি কম্পিউটারের দোকান রয়েছে। মা কম্পিউটার, মা এন্টারপ্রাইজ, মায়ের দোয়া মাল্টিমিডিয়া সেন্টার। এছাড়া মা নামে চায়ের দোকান ও ঔষধের দোকান রয়েছে। তাই আমার দোকানটি আলআমিন কম্পিউটার দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আমার মা তো বেঁচে নেই। মা নামে দোকান শুরু করেছি এখনকি পাল্টানো ঠিক হবে। এতে কি মাকে অবহেলা করা হবে না। আমার নামে কি দোকানের প্রসার হবে? প্রশ্ন ৩। আমার নিজের নামে করা বিকাশ একাউন্টে সমস্যা রয়েছে তাই ব্যবহার করতে অসুবিধা। আমার ছোট ভাইয়ের আইডি কার্ড দিয়ে তার নামে বিকাশ খুলে, ইন্টারেস্ট বন্ধ করে দিয়ে আমি কি লেনদেন করতে পারব? একাউন্ট খোলা কি ঠিক হবে? জানালে খুশি হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, কোন সমস্যা হয়নি।
২। এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। পাল্টাতে কোন অসুবিধা নেই। এখানে মাকে অবহেলা করারও কিছু নেই।
৩। হ্যাঁ, খুলতে পারেন।

Loading