প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ১। হুজুর শুনেছি মন্দিরে পুজার সময় আল্লহ পাকের গজব নাজিল হতে থাকে। আমার বাড়ী মন্দির থেকে 30 ফুট দুরে,আর জামে মসজিদ থেকে 200 ফুট দুরে, এখানে আমার থাকা ঠিক হবে কি? ২। আমার সাড়ে চার বছরের ছেলেকে কোরআনে হাফেজ বানিয়ে আলেম হিসেবে গড়ে তুলতে চাই। তাকে কোথায়, কিভাবে কখন থেকে পড়াতে হবে জানালে অনেক উপকার হত। ৩। মোট কত প্রকারের কবীরা গুনাহ আছে ও কি কি (অর্থাৎ কবীরা গুনাহ গুলোর নাম জানতে চাই)।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

১। অসুবিধা নেই। আর যদি দ্বীনী আত্মমর্যাদাবোধের কারণে দূরে সরতে চান তবে তা করতে পারেন। যদিও তা জরুরী নয়।

২। ছয় বছরের পর থেকে মাদ্রাসায় পড়াশোনা শুরু করা যেতে পারে। এর পূর্বে বাসায় টুকটাক প্রাথমিক আক্ষরিক জ্ঞান দিতে পারেন। কোন চাপাচাপি করার প্রয়োজন নেই। আর কোথায় পড়াবেন তা দেড় বছর পর পরামর্শ করলে ভালো হবে ইংশাআল্লাহ। আমি ইংশাআল্লাহ আপনাকে সার্বিক সহযোগিতা করে যাব।

৩। এটা আপনি বেহেশতী যেওর অথবা আহকামে জিন্দেগী নামক কিতাবে বিস্তারিত পেয়ে যাবেন। এরপরেও আমি আপনাকে কবীরা গুনাহের লিস্ট স্ক্রিনশট দিয়ে মেইলে পাঠিয়ে দিচ্ছি।

Loading