প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ । এক ব্যাক্তি চরম রাগের মাথায় প্রায় হিতাহিত জ্ঞান হারা হয়ে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিছে, এমতাবস্থায় কি তালাক পতিত হয়েছে বলে গণ্য হবে? সবিস্তারে জানালে খুশি হবো।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়ারহমাতুল্লাহ
হ্যাঁ, তার স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়ে তার জন্য হারাম হয়ে গিয়েছে। শরঈ হালালাহ ব্যতীত তাদের ঘর সংসার করা বৈধ নয়। হালালার সূরত হল উক্ত মহিলার ইদ্দত পার হলে কোন পুরুষের সাথে তার বিবাহ এবং শারীরিক সম্পর্ক হবে। অতঃপর সে তাকে স্বেচ্ছায় তালাক দিলে তার ইদ্দত পার হওয়ার পর প্রথম স্বামী তাকে চাইলে বিবাহ করতে পারে।

উল্লেখ্য যে, রাগান্বিত অবস্থায় তালাক দিলেও তা পতিত হয়।–সূরা বাকারাহ, আয়াত ২৩০; সহীহুল বুখারী, হাদীস নং ৫২৬১; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১৯৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭৩

Loading