প্রশ্ন : হুজুর আমার এক বন্ধুর একটি সমস্যা আছে। তা হল, সে শুনেছে ইসলামের কোন বিধান নিয়ে কিংবা আল্লাহ ও রাসূলকে নিয়ে হাসাহাসি করলে ঈমান চলে যায়। এ থেকে তার সমস্যা সৃষ্টি। তার মনে আল্লাহ ও রাসূল সম্পর্কে নানা ধরনের উপহাসমূলক চিন্তা ভাবনা আসে। এতে সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হেসে ফেলে। কিন্তু সে সেসব জিনিস বিশ্বাস করে না ও মুখেও স্বীকার করে না। এভাবে খারাপ চিন্তা আসার কারনে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে হাসলে কি ঈমান চলে যায়?

উত্তর :

এগুলো ওয়াসওয়াসা। নিম্নোক্ত লিঙ্কে আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354
তবে এগুলো নিয়ে কখনো ইচ্ছাকৃতভাবে হাসাহাসি না করা চাই।

Loading