প্রশ্ন : আসসালামু আলাইকুম ১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মেরাজে আল্লাহ তাআলাকে দেখেছিলেন ? ২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য কোন সময় স্বপনে অথবা সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছিলেন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছিলেন কিনা এ বিষয়ে মতবিরোধ রয়েছে। সাহাবায়ে কেরামের যুগ থেকেই মতবিরোধ চলে আসছে। হযরত ইবনে মাসউদ (রাঃ), হযরত আয়েশা (রাঃ) দেখার বিষয়টি অস্বীকার করেন। তবে সাহাবায়ে কেরামের বড় একটি জামাআত দেখার বিষয়টি স্বীকৃতি দিয়ে থাকেন। দেখার মতটিই অধিকতর সহীহ। হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলাকে দুবার দেখেছেন একবার চক্ষু দ্বারা অন্যবার অন্তর দ্বারা। আল্লাহ তাআলাই ভালো জানেন।–সহীহ মুসলিম, হাদীস নং ৪৫৩-৪৬০; তাবারানী, আলমুজামুল আওসাত, হাদীস নং ৫৭৬১; ফাতহুল মুলহিম ২/২৯২-২৯৮;

Loading