প্রশ্ন : আসসালামু আলাইকুম। নামায সম্পর্কিত দুটি প্রশ্ন- ১। দুই রাকাআত নামাযে একই সূরা ভুলে দুইবার পড়ে ফেললে সাহু সিজদা দিলে চলবে কি? ২। চার রাকাআত ফরজ নামাযে প্রথম রাকাআতে (একাকী পড়াকালীন) উচ্চস্বরে এবং পরের রাকাআতে শুধু সূরা ফাতিহা ভুলে চুপিসারে পড়লে সাহু সিজদা দিলে কি নামায হবে? জাযাকাল্লাহ বি খয়ির

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। দুই রাকাআতের প্রতি রাকাআতে ভুলে একই সূরা পড়লে নামাযের কোন ক্ষতি হবে না। সিজদায়ে সাহূ দেওয়ার প্রয়োজন নেই।–আদ্দুররুল মুখতার ১/৫৪৬; আন নাহরুল ফায়েক ১/৩৩৭

২। চার রাকাআত নামাযের মধ্যে শুধুমাত্র ইশার নামাযে উচ্চস্বরে কিরাআত পড়তে হয়। কাজেই আপনার প্রশ্ন যদি ইশার নামাযের ব্যপারে হয় তবে সিজদায়ে সাহূর প্রয়োজন নেই। কেননা একাকী নামায আদায়কারীর জন্য উচ্চস্বরে কিরাআত পড়া ওয়াজিব নয়।–মাবসূতে সারাখসী ১/৪৪৮; তাবয়ীনুল হাকায়েক ১/১৯৪(শামেলা)

Loading