প্রশ্ন : স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার পর যদি স্ত্রী তালাকের তিন মাস অতিবাহিত না হওয়ার পূর্বে বিয়ে করে তাহলে কি বিয়েটা হয়ে যাবে? আর যদি বিয়েটা না হয় তাহলে কি পুনরায় ঐ দ্বিতীয় লোককে বিয়ে করতে পারবে?

উত্তর :

কেউ তার স্ত্রীকে তালাক দিলে স্ত্রীর ইদ্দত তথা পূর্ণ তিন হায়েয অতিক্রান্ত হওয়ার পূর্বে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয নয়। কাজেই উক্ত মহিলার তিন হায়েয অতিক্রান্ত না হলে (আর তা না হওয়ারই কথা) উক্ত বিবাহই হয়নি। তবে ইদ্দত পার হবার পর চাইলে সে উক্ত (দ্বিতীয়) ব্যক্তিকে বিবাহ করতে পারে।–সূরা বাকারাহ, আয়াত ২২৮; আল বাহরুর রায়েক ৪/১২৭, ১২৮

 

Loading