প্রশ্ন : আসসালামু আলাইকুম। মুহতারাম, আমরা বুঝি ধ্বংস হয়ে গেলাম। আমার মায়ের সাথে বাবার প্রায়ই ঝগড়া হয় আমার মামাকে নিয়ে। কারণ মামার বিরুদ্ধে মামলা হয়েছিল, তাই মামলা থেকে তাকে ছাড়িয়ে আনতে বহু টাকা তার পেছনে খরচ করতে হয়েছিল। এজন্য পরিবারের আর্থিক ব্যাপারে মায়ের সাথে বাবার কথা হলে মামাকে কেন্দ্র করে ঝগড়া হয়। সেদিন বাবা মাকে বলে যে তুমি এই সংসার ধ্বংস করেছো। মা বলে যে আমি কিভাবে ধ্বংস করলাম, আমার কাছে কি কোনো ক্ষমতা আছে? বাবা বলে যে -আছে, তোমাদের হাতে অনেক ক্ষমতা (নাউজুবিল্লাহ)। মুহতারাম, আমি তাদের ঝগড়া শুনেছিলাম এবং বাবাকে বলতে চেয়েছিলাম যে এমন কিছু বলোনা যাতে ঈমান চলে যেতে পারে, কিন্তু তা বলিনি। এমতাবস্থায় মুহতারামের কাছে প্রশ্ন হলো- আমার বাবা (তোমাদের হাতে অনেক  ক্ষমতা) উক্ত কথা বলা দ্বারা সে এবং আমি ঈমানহারা হয়ে গেলাম নাতো? যদি তা-ই হয় করণীয় কি? জাযাকাল্লাহ খয়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

না, এতে অসুবিধা নেই। প্রশ্ন দেখে মনে হয় আপনার বাবা কথাটি পারিবারিক সক্ষমতা ও কর্তৃত্বের বিবেচনায় বলেছিলেন।

Loading