প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ১। আমার এক আত্মীয় গরীব ও ঋণ গ্রস্থ। তার একটি ছেলে মাদ্রাসায় পড়ে। সেখানে তার প্রতিমাসে ২৫০০/- টাকা করে বেতন ও খাবার খরচ দিতে হয়। এখন আমি যদি যাকাত দেয়ার নিয়তে ঐ ছেলের খরচ দিয়ে দেই তবে তা আদায় হবে কি? ২। এবং সারা বছর যদি প্রতি মাসের বেতন ও খাবার খরচ বাবদ ২৫০০/- টাকা করে দিয়ে যাই তবে তা বছর শেষে অগ্রীম যাকাত দেয়া বাবদ বাদ দেয়া যাবে কি? জাযাকাল্লাহু খাইরন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
১। উক্ত ছেলেকে জানিয়ে বা তার অনুমতি নিয়ে (আর ছেলে নাবালেগ হলে তার পিতাকে জানালেও হবে) সরাসরি মাদ্রাসায় তার বেতন ও খাবার খরচ দিলে যাকাত আদায় হয়ে যাবে।–রদ্দুল মুহতার ২/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭০
২। হ্যাঁ, যাবে।

Loading