প্রশ্ন : আসসালামু আলাইকুম, কিছুদিন আগে আমি ৩টা মুরগী কিনি। মুরগীওয়ালা মুরগী ৩টা জবাই করে। প্রথমবার জবাই করার সময় আমি তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে শুনি। ২য় ও ৩য় বার বলতে শুনি নাই। তাকে যখন জিজ্ঞেস করলাম বিসমিল্লাহ বললেন না যে! বিসমিল্লাহ বলেছিলেন? উনি আমাকে বলেন আল্লাহর নাম না নিয়া আজ পর্যন্ত কোনো মুরগী জবাই করি নাই। হয়তো উনি মনে মনে বা অতি আস্তে বলেছেন। কিন্তু আমি কানে শুনি নাই। শুধু ১ম বার উনি জোরে বলায় শুনতে পেরেছি। উনার কথার উপর ভিত্তি করে ৩টা মুরগীর গোস্ত মিক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। কিছু খাওয়াও হয়েছে। কিন্তু সন্দেহ লাগছে। এখন প্রশ্ন হলো, বাকি মুরগী দুইটা কি সঠিকভাবে জবাই হয়েছিলো? না হয়ে থাকলে এখন কি করনীয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত মুরগীগুলোর জবাই সহীহ হয়েছিল। তা খেতে কোন সমস্যা নেই।–রদ্দুল মুহতার ৫/২১০; আহসানুল ফাতাওয়া ৭/৪০৩।

Loading